জার্মান এই ফুটবলারকে এনে মাঝমাঠের শক্তি বাড়াল চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার চেন্নাইন এফসি ঘোষণা করে, জার্মান মিডফিল্ডার জুলিয়ুস ডুকেরকে সই করা হয়েছে। আর এর জেরে চেন্নাইন এফসি নিজেদের বিদেশী কোটা পূরণ করল।
দুই বারের আইএসএল জয়ী ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে ডুকের বলেছেন, "আমি মুখিয়ে রয়েছি দলের সাথে, দলের কর্মী ও সমর্থক - সবার সাথে আলাপ করার জন্য। অবশ্যই, ক্লাবের তরফ থেকে প্রদান করা লক্ষ্য পূরণের জন্য আমি উদগ্রীব। আমি কঠিন পরিশ্রম করব ক্লাবকে আবারও সফলতার জায়গায় নিয়ে আসতে। কিন্তু প্রথমে আমায় দলটিকে জানতে হবে এবং নিজেকে সঠিক জায়গায় আনতে হবে।"
জার্মানির বাইরে এই প্রথমবার ডুকের কোনও ক্লাবের হয়ে খেলবেন। ভিএফএল উলফসবার্গের অ্যাকাডেমির ছাত্র, ডুকের নিজের কেরিয়ার জুড়ে খেলেছেন জার্মানির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ডিভিশনে। খেলেছেন এইন্ট্রাক্ট ব্রনশুইগ ও এসভি মেপ্পেনের মত পরিচিত ক্লাবেও।
রাফায়েল ক্রিভেয়ারোর পর দ্বিতীয় বিদেশী মিডফিল্ডার হিসেবে চেন্নাইনে এলেন ডুকের। এছাড়া চেন্নাইনের মাঝমাঠে রয়েছেন অনিরুধ থাপা ও মহম্মদ রফিকের মত ভারতীয় তারকারাও। ফলে মাঝমাঠে বেশ শক্তি বাড়ল চেন্নাইনের, তা বলাই যায়।