ইউরোপা লিগ ও বুন্দেশলিগা খেলা এই পোলিশ মিডফিল্ডারকে এনে চমক দিল চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী বাছাইয়ে বড় চমক দিল চেন্নাইন এফসি। মিডফিল্ডের শক্তি বাড়াতে পোল্যান্ডের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার এরিয়েল বোরিসিউককে সই করল চেন্নাইন।
মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে চেন্নাইন। এক বছরের চুক্তিতে ৩০ বছরের এই পোলিশ ফুটবলারকে আনল চেন্নাইন। দীর্ঘ ১৪ বছরের পেশাদারি কেরিয়ারে ৩৫০ এর বেশি ম্যাচ খেলেছেন বোরিসিউক। ২০১১-১২ মরশুমে এফসি কাইজারস্লাউটের্নের হয়ে বুন্দেশলিগা খেলেন বোরিসিউক। পোল্যান্ডের জনপ্রিয় ক্লাব লেগিয়া ওয়ারশ এর হয়ে কেরিয়ার শুরু করেন বোরিসিউক, ইউরোপা লিগ খেলেছেন এই ক্লাবের হয়ে। সম্প্রতি তিনি পোল্যান্ডের জাগিয়েলোনা বিয়ালিস্টোকে খেলেছেন।
এরিয়েল বোরিসিউককে সই করানোয় খুশি কোচ বোজিদার বান্দোভিচ। তিনি বলেছেন, "এরিয়েলের সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। উনি নিজের কেরিয়ারে অনেক উচ্চ পর্যায়ে খেলে এসেছে। এটি একটি দারুণ সাইনিং।"
এদিকে দুই বারের আইএসএল চ্যাম্পিয়নদের সাথে যোগ দিয়ে এরিয়েল বলেন, "আমি খুবই খুশি এই ক্লাবে যোগ দিতে পেরে। এটি আমার পক্ষে নয়া অভিজ্ঞতা হবে ইউরোপের বাইরে খেলার এবং আমি মুখিয়ে রয়েছি এটির জন্য। আমি কথা দিচ্ছি আমি নিজের সেরাটা দেব যাতে আমরা একসাথে অনেক ভালো মুহুর্ত কাটাতে পারি।"