বুন্দেশলিগায় পাঁচ মরশুম খেলা ফরোয়ার্ডকে সই করিয়ে শক্তি বাড়াল চেন্নাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইএসএলের জন্য শক্তিশালী দল গড়েই চলেছে চেন্নাইন এফসি। এবার জার্মান বুন্দেশলিগা খেলা ফরোয়ার্ড পিটার স্লিস্কোভিচকে সই করল দুই বারের আইএসএল চ্যাম্পিয়নরা।
ক্রোয়েশিয়ান এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড সদ্য খেলছিলেন জার্মানির তৃতীয় ডিভিশনের দল এসভি ওয়েহেন উইসবাডেনে। বুধবার এই সাইনিংয়ের কথা ঘোষণা করে চেন্নাইন।
চেন্নাইনে সই করে পিটার বলেছেন, "আমি খুব খুশি চেন্নাইন এফসিতে যোগ দিতে পেরে। আমি শুনেছি এটি একটি দুর্দান্ত ক্লাব। আর আমি নিজের সর্বস্ব দেব যাতে আমরা সফল হতে পারি।
নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়েই জার্মানিতে খেলেছেন, বিশেষ করে বুন্দেশলিগায়। এফএসভি মাইঞ্জের হয়ে খেলেছেন ছয় মরশুম। মাইঞ্জের যুব দল থেকে উঠে এসেছেন তিনি। বুন্দেশলিগায় মাইঞ্জের হয়ে মাত্র ১৫টি ম্যাচ খেলেছেন স্লিস্কোভিচ। জার্মানির বাইরে তিনি কেবল সুইজারল্যান্ডের এফসি আরাউয়ের হয়ে খেলেছেন স্লিস্কোভিচ। নিজের কেরিয়ারে ১৩৬ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এই ক্রোয়েশিয়ান।