ইস্টবেঙ্গলের এই ঘরের ছেলেকে তুলে নিল চেন্নাইন এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ট্রান্সফার উইন্ডোতে একের পর এক সাইনিং করিয়েই চলেছে চেন্নাইন এফসি। এবার ৩১ বছরের অভিজ্ঞ মিডফিল্ডার তথা ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হিসেবে পরিচিত মহম্মদ রফিককে সই করাল দুইবারের আইএসএল চ্যাম্পিয়নরা।
চেন্নাইনে যোগ দেওয়া রফিককে নিয়ে আপ্লুত কর্ণধার ভিতা দানি বলেছেন, "আমরা খুবই উদগ্রীব মহম্মদ রফিককে চেন্নাইনের জার্সিতে দেখতে। ওনার দীর্ঘ কেরিয়ারে উনি জাতীয় দলে গর্বের সাথে খেলেছেন এবং ২০১৪ আইএসএল ফাইনালে এটিকের হয়ে উইনিং গোল করেছিলেন। আমরা ওনার খেলা সম্বন্ধে ওয়াকিবহাল এবং ওনার অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের জন্য অমূল্য হবে।"
ক্লাব কেরিয়ারে ১৫৩ ম্যাচের মধ্যে রফিক নয়টি ভিন্ন পজিশনে খেলেছেন, ফলে একাধিক পজিশনে খেলতে সক্ষম তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে ২০১৮ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ট্রাই-নেশন সিরিজ জিতেছেন।