আক্রমণভাগে জোর বাড়াতে ঘানাইয়ান ফরোয়ার্ড কোয়ামে কারিকারিকে সই করল চেন্নাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিদেশী নির্বাচনে চমক দেখাল চেন্নাইন এফসি। ঘানার ফরোয়ার্ড কোয়ামে কারিকারিকে সই করল দুই বারের আইএসএল জয়ী ফ্র্যাঞ্চাইজি।
শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করল চেন্নাইন এফসি। এই নিয়ে কারিকারি বলেছেন, "আমি খুব খুশি চেন্নাইন এফসিতে যোগ দিতে পেরে। আমি নতুন দলের হয়ে শুরু করার জন্য মুখিয়ে রয়েছি, এবং আমি মুখিয়ে রয়েছি নতুন চ্যালেঞ্জের জন্য।"
সদ্য থাই লিগে নাখোনরাতচাসিমা মাজদা দলের হয়ে খেলেছিলেন কারিকারি। গত মরশুমে ২৯ লিগ ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। এছাড়া সুইডিশ লিগে এআইকে সোলনার হয়েছে খেলেছেন। খেলেছেন ইউরোপা লিগেও।
১১ বছরের পেশাদারি কেরিয়ারে ২৬১টি ম্যাচ খেলেছেন কারিকারি, গোল করেছেন ৮৪টি, অ্যাসিস্ট ১৩টি।