নর্থইস্ট ইউনাইটেড ছাড়বেন গ্যালেগো? বড় বেতনের অফার দিল চেন্নাইন এফসি

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে তেমন ভালো পারফর্ম করতে পারেনি চেন্নাইন এফসি। প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা এই মরশুমের আইএসএলে সব থেকে কম গোল করেছে (১৭)। তারকা ব্রাজিলিয়ান রাফায়েল ক্রিভেয়ারোর চোটের দরুণ সেই তেজটা পায়নি চেন্নাইন। এর ফলে আগামি মরশুমের জন্য নতুন করে দল গড়তে চলেছে অষ্টম স্থানে থাকা চেন্নাইন।
মূলত বিদেশী ব্রিগেডকে শক্তিশালী করতে চেন্নাইন টার্গেট করেছে নর্থইস্ট ইউনাইটেডের মিডফিল্ডার ফেডেরিকো গ্যালেগো। এই বছর নর্থইস্টের স্বপ্নের দৌড়ের অন্যতম কান্ডারি ছিলেন উরুগুয়ের এই ফুটবলার। আর এর জেরে এই ক্রিয়েটিভ ফুটবলারকে তুলে নিতে চাইছে চেন্নাইন। জানা গিয়েছে, নর্থইস্টের দ্বিগুণ বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গ্যালেগোকে।
কিন্তু প্রশ্ন হল, আদৌ নর্থইস্ট ছাড়বেন গ্যালেগো। গত তিন মরশুম ধরে হাইল্যান্ডারদের সাথে রয়েছেন এই উরুগুয়ের ফুটবলার। গত মরশুম চোট আঘাতের জন্য অধিকাংশ ম্যাচ না খেললেও বেতন দিয়ে রেখে দিয়েছিল নর্থইস্ট, ভরসা রেখেছিল সেই গ্যালেগোর উপর, যিনি নিজের প্রথম মরশুমে নর্থইস্টকে প্রথমবারের জন্য প্লেঅফসে তুলেছিল। আর এই বছর সেই ভরসার যোগ্য দাম দিয়েছেন গ্যালেগো।
এবারের আইএসএলে চার গোল ও ছয় অ্যাসিস্ট করা গ্যালেগো কি নর্থইস্টের ভরসা রেখে দলে থেকে যাবেন, নাকি পেশাদারের মতই অধিক বেতনের অফার নেবেন চেন্নাইনের? প্রশ্ন ঘুরছে ভারতীয় ফুটবল সার্কিটে।