দলবদলের বাজারে জোড়া বিস্ফোরণের প্রস্তুতি চেলসির, নজরে এরলিং হালান্ড ও আচরাফ হাকিমি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে দলবদলের বাজারে একেবারে টাকার ভান্ডার দিয়ে খেলোয়াড় সই করে গিয়েছিল চেলসি। যার ফলস্বরুপ এসেছে ইউরোপ সেরার তকমা। এবার সেই সাফল্যকে বজায় রাখতে আরও বড় ঝাঁপ নিতে চলেছে চেলসি। একটি নয়, দুটি বড় বড় সাইনিং করিয়ে বড়সড় চমক দিতে হাজির চেলসি।
বরুসিয়া ডর্টমুন্ডের সুপারস্টার ফরোয়ার্ড এরলিং হালান্ড এবং ইন্টার মিলানের তারকা উইংব্যাক আচরাফ হাকিমিকে নেওয়ার বিষয়ে কাজ শুরু করেছে চেলসি। ইতিমধ্যেই দুই ক্লাবের সাথে কথা বলা শুরু করেছে চেলসি।
তবে নরওয়ের তারকা ফরোয়ার্ড এরলিং হালান্ডকে পেতে গেলে রেকর্ড অর্থ ব্যয় করতে হবে চেলসিকে। ইতিমধ্যেই বরুসিয়া ডর্টমুন্ড এবং হালান্ডের এজেন্ট মিনো রাইওলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ১০০ মিলিয়ন ইউরোর কমে কোনওভাবেই ছাড়া হবে না হালান্ডকে। এবং সম্ভবত সেই দাম দিতে তৈরি রোমান আব্রামোভিচের চেলসি।
এদিকে ইন্টার মিলান নিজেদের আর্থিক দুরবস্থা কাটাতে কার্যত বাধ্য হয়েই নিজেদের তারকাদের ছাড়তে হচ্ছে। যদিও চেলসির প্রাথমিক টার্গেট ছিল রোমেলু লুকাকু, কিন্তু এই দুরন্ত ফরোয়ার্ডকে ছাড়তে রাজি নয় ইন্টার। বরং তরুণ উইংব্যাক আচরাফ হাকিমিকে ছাড়তে তৈরি ইন্টার। হাকিমির জন্য ৮০ মিলিয়ন ইউরো চাইছে ইন্টার। যদিও মরোক্কান এই ফুটবলারকে পেতে লড়াইয়ে নেমেছে পিএসজিও।
ফলে বেশ বড় অর্থ খরচ করতে চলেছে চেলসি এই মরশুমেও। তবে বেশ কিছু খেলোয়াড়কে রিলিজও করে দিতে আগ্রহী হয়েছে তারা। ট্যামি আব্রাহামের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড, মিচি বাতসুয়ায়ির জন্য ১৫ মিলিয়ন পাউন্ড চাইছে চেলসি এবং বেশ কিছু ফুটবলারকে লোনে পাঠানোর ভাবনায় রয়েছে তারা।