বিশ্বকাপের সেরা যুব ফুটবলারকে নিতে বিপুল দাম দিতে চলেছে চেলসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টিনার হয়ে সদ্য বিশ্বকাপ জেতা এবং বিশ্বকাপ ২০২২ এ সেরা যুব ফুটবলারের পুরস্কার পাওয়া এঞ্জো ফার্নান্ডেজকে নিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় ক্লাব চেলসি।
একটি সুত্র থেকে জানা যাচ্ছে যে, ১৩০ মিলিয়ান পাউন্ড দিয়ে এঞ্জোকে নিতে পারে চেলসি। কিন্তু এঞ্জো বর্তমানে যেই ক্লাবে খেলেন সেই পর্তুগিজ ক্লাব বেনফিকার সভাপতি রুই কোস্তা চান যে এঞ্জো এই মরশুমে বেনফিকার হয়েই খেলুক।
শুধু চেলসি নয় ইংলিশ প্রিমিয়ার লিগের আরও একটা ক্লাব লিভারপুলও এঞ্জোকে নিজেদের ক্লাবে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। এখন দেখা যাক এঞ্জো শেষ পর্যন্ত কোন ক্লাবের হয়ে খেলেন আগামী মরশুমে।