এক্সক্লুসিভ! কলকাতা লিগ মাতানো রাহুল পাসওয়ানকে নিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম এক্সক্লুসিভ, সাইফ : চলতি কলকাতা লিগে দারুণ পারফর্মেন্স করেছেন ফরোয়ার্ড রাহুল পাসওয়ান। বেহালা সাংস্কৃতিক সম্মিলনী (বিএসএস) স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেই চলেছেন রাহুল। রবিবার সাদার্ন সমিতির বিরুদ্ধে ৩০ মিনিটেই হ্যাটট্রিক করেছেন রাহুল।
চলতি কলকাতা লিগে তিন ম্যাচে ছয় গোল করেছেন রাহুল। আর এই পরিস্থিতিতে এই প্রতিভাবান ফরোয়ার্ডকে পেতে আগ্রহী হয়েছে মহমেডান স্পোর্টিং ও এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সূত্রের খবর, ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকে রয়েছেন রাহুল।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের প্রস্তাব পেয়ে খুশি রাহুল। আইএসএলের মত বড় মঞ্চ এবং রবি ফাউলারের মত কিংবদন্তির সান্নিধ্য পেতে চান রাহুল। ফলে ইস্টবেঙ্গলকেই পছন্দ করছেন রাহুল, এমনটাই ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে।