ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে দলে পেতে আগ্রহী নয়া রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি দলবদলের মরশুমে দাভিদ আলাবাকে নিয়ে শক্তিবৃদ্ধি করেছে রিয়াল মাদ্রিদ। তবে নয়া কোচ কার্লোস আনসেলোত্তি দলে তারুণ্য আনতে চান। আর সেই কারণে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ রাইট ব্যাক দিয়োগো ডালোটকে পেতে আগ্রহ দেখিয়েছেন ডন কার্লো।
মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, ২২ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডারের প্রতি আগ্রহ গত মরশুম থেকেই ছিল আনসেলোত্তির। এভার্টনে থাকাকালীন ডালোটকে পেতে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। আর এবার রিয়াল মাদ্রিদে ডালোটকে পেতে রিয়ালের বোর্ডকে প্রস্তাব দিয়েছেন আনসেলোত্তি। গত মরশুমে এসি মিলানে লোনে ছিলেন ডালোট, চলতি ইউরোয় পর্তুগালের হয়ে খেলেন তিনি।
যদিও রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনে ডালোটের কোনও প্রয়োজনই নেই বলা চলে। ড্যানি কার্ভাজাল রয়েছেন সেই পজিশনে। এছাড়া তার ব্যাকআপ হিসেবে ওদ্রিওজোলা ও লুকাস ভাসকুয়েজ রয়েছে। যদিও জোর জল্পনা রয়েছে রিয়াল ছাড়তে পারেন ভাসকুয়েজ। তবে ডালোটের মত তরুণ প্রতিভা নিঃসন্দেহে রিয়ালের পক্ষে ভালোই হবে।