ঘরের মাঠে সিটির বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইপ্রোফাইল কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ঘরের মাঠে ৩-৩ ড্র করল রিয়াল মাদ্রিদ। দুর্ধর্ষ এই ম্যাচে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েননি।
শুরুতে বার্নান্দো সিলভার গোলে সিটি এগিয়ে গেলেও রুবেন ডিয়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মাদ্রিদ। এরপর রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ফিল ফোডেন ও জসকো গভার্দিওলের গোলে ফের এগিয়ে যায় সিটি। শেষে ফেডেরিকো ভালভার্দের দুরন্ত ভলিতে ম্যাচ বাঁচিয়ে নেয় রিয়াল।
তবে হাড্ডাহাড্ডি এই ম্যাচে ফলাফলে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো আনসেলোত্তি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে আনসেলোত্তি বলেছেন, "আমি চেয়েছিলাম খুবই অল্প সুবিধা পেতে, কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা লড়েছি এবং যদি দ্বিতীয় লেগে এই একই লড়াই জারি রাখতে হয়, তাহলে আমরা এগিয়ে যাব।"
আগামী বুধবার এতিহাদ স্টেডিয়ামে ফের মুখোমুখি হবে রিয়াল ও সিটি। তবে এই বড় ম্যাচের আগে দুই দলের মাথায় থাকবে নিজেদের ঘরোয়া লিগের ম্যাচগুলি। যেখানে লস ব্ল্যাঙ্কোস মুখোমুখি হবে মায়োরকার বিরুদ্ধে, সেখানে পেপ গুয়ারদিওলার ছেলেদের খেলতে হবে লিউটন টাউনের বিরুদ্ধে।