এসসি ইস্টবেঙ্গলের ম্যাটি স্টেইনম্যানকে নিতে মরিয়া ফাউলারের প্রাক্তন ক্লাব ব্রিসবেন রোর

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে অত্যন্ত বড় ভূমিকা রেখেছেন ম্যাটি স্টেইনম্যান। জার্মান এই সেন্ট্রাল মিডফিল্ডার টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের হয়ে সর্বোচ্চ গোল করেছেন। আগামী ২০২৩ সাল অবধি লাল-হলুদ ব্রিগেড চুক্তিও সেরেছে স্টেইনম্যানের সাথে।
কিন্তু যা জল্পনা, তাতে ইস্টবেঙ্গল ছাড়তে চাইছেন স্টেইনম্যান। নানা জায়গা থেকে খবর এসেছে, আগামী মরশুমের আগেই বিদেশে খেলতে চাইছেন তিনি। এবার স্টেইনম্যানকে নেওয়ার জন্য আগ্রহ দেখাল অস্ট্রেলিয়া এ লিগের দল ব্রিসবেন রোর। রবি ফাউলারের পুরোনো এই ক্লাব উদ্যোগী হয়েছে জার্মান এই ফুটবলারকে নেওয়ার জন্য।
হ্যামবার্গের অ্যাকাডেমির এই খেলোয়াড়কে মনে ধরেছে ব্রিসবেন কোচ ওয়ারেন মুনের। এবং মাঝমাঠকে শক্তিশালী করতে স্টেইনম্যানকে পেতে চাইছেন তিনি। এই মুহুর্তে এ লিগে অস্টম স্থানে রয়েছে ব্রিসবেন। ফলে লিগে আবারও কামব্যাক করতে স্টেইম্যানকে পেতে মরিয়া তারা।
এর আগেও এ লিগে খেলেছেন স্টেইনম্যান। ২০১৯-২০ মরশুমে ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেন তিনি। এরপর স্টেইনম্যান যোগ দেন এসসি ইস্টবেঙ্গলে। যেখানে ১৭ ম্যাচ খেলে চার গোল ও তিন অ্যাসিস্ট করেন এই তারকা জার্মান। ফলে স্টেইম্যান চলে গেলে এসসি ইস্টবেঙ্গলের জন্য বড় ধাক্কা হবে, তা বলাই যায়।