আবারও জ্যাকপট এটিকে মোহনবাগানের, দুর্দান্ত চুক্তিতে আনতে চলেছে ব্রাইট এনোবাখারেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও দলবদলের বাজারে বড়সড় জ্যাকপট মারতে চলেছে এটিকে মোহনবাগান। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নাইজেরীয় ফরোয়ার্ড ব্রাইট এনোবাখারেকে সই করাতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী মঙ্গলবারেই সই করতে পারেন ব্রাইট।
ব্রাইটকে নেওয়ার ক্ষেত্রে তিনটি ক্লাব দৌড়ে ছিল। এটিকে মোহনবাগান, চেন্নাইন এফসি ও এসসি ইস্টবেঙ্গল। তবে ১২টি ম্যাচের জন্য ব্রাইট তিন কোটি ২৫ লক্ষ টাকার চুক্তি চেয়েছিলেন। এদিকে নেরিলাস ভালস্কিসকে পাওয়ায় এই দৌড় থেকে চেন্নাইন সরে দাঁড়ায়, আর এত বড় দর শুনে আগ্রহ সরিয়ে ফেলে এসসি ইস্টবেঙ্গল।
এদিকে এটিকে মোহনবাগান গত মরশুম থেকেই ব্রাইটকে নিতে মরিয়া ছিল, আর এই সুযোগ তারা কোনওভাবেই ছাড়েনি। জানা গিয়েছে, ব্রাইটের জন্য তিন কোটি ৭০ লক্ষ টাকার বড় অফার দিয়েছে এটিকে মোহনবাগান। এবং এই মরশুমে যদি পারফর্মেন্স ভালো হয় ব্রাইটের, তবে চুক্তি বাড়িয়ে ২০২৪ সাল অবধি তাকে রাখবে সবুজ-মেরুণ ব্রিগেড।
তবে ব্রাইটকে আনার ক্ষেত্রে বড় কোপটি পড়তে চলেছে ইউরো খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোর উপর। শোনা যাচ্ছে, ভারতীয় পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারায় ৫০ শতাংশ চুক্তিগত ক্ষতি মেনে নিয়ে ক্লাব ছাড়তে চাইছেন কাউকো। আর সেখানেই ব্রাইটকে আনতে চলেছে এটিকে মোহনবাগান।
এক দিকে রয় কৃষ্ণা, এক দিকে হুগো বৌমোস, আর তার সাথে জুড়ছেন ব্রাইট এনোবাখারে - ভারতীয় ফুটবল এর জন্য তৈরি নয়, একেবারেই তৈরি নয়!