ইংলিশ চ্যাম্পিয়নশিপের বড় প্রস্তাব পেলেন ব্রাইট! আগ্রহী সাইপ্রাস-অস্ট্রেলিয়ার ক্লাবগুলিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এসসি ইস্টবেঙ্গলে আদৌ ভবিষ্যৎ রয়েছে ব্রাইট এনোবাখারের? ক্লাব বনাম ইনভেস্টরের কাজিয়ায় খেলোয়াড় রাখা নিয়ে কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না, বরং অপেক্ষা করতে বলা হয়েছে ফুটবলারদের। কিন্তু কেরিয়ারও একটি বড় বিষয়, যার জেরে একাধিক ফুটবলার চলে গিয়েছেন অন্য ক্লাবে।
এবার কি তাহলে ক্লাবের সেরা তারকা ব্রাইট এনোবাখারের বিদায়ের পালা? ব্রিটিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল কভেন্ট্রি সিটি প্রস্তাব দিয়েছে ব্রাইটকে। সেই ক্লাবের কোচ মার্ক রবিনস ব্রাইটকে আনতে মরিয়া এবং এর জন্য যে কোনও অর্থ খরচ করতেও রাজি।
এর আগে ২০১৯ সালে স্বল্প সময়ের লোনে কভেন্ট্রি সিটিতে খেলে গিয়েছিলেন ব্রাইট। আর ইস্টবেঙ্গল সমর্থকদের মত সেখানেও ফ্যান ফেভারিট হয়ে গিয়েছিলেন ২২ বছরের এই নাইজেরীয় ফুটবলার। ১৮ ম্যাচে ছয় গোল করেছিলেন সেই সময়ে।
এদিকে সাইপ্রাস ও অস্ট্রেলিয়ার একাধিক ক্লাব ব্রাইটকে নিতে আগ্রহী। শোনা যাচ্ছে, ব্রিসবেন রোর ও ওয়েলিংটন ফিনিক্স কথাবার্তা শুরু করেছে ব্রাইটকে নিতে। এদিকে সাইপ্রাসের কিছু ক্লাবও বেশ আগ্রহ দেখিয়েছে ব্রাইটকে নিতে। জানা গিয়েছে, ব্রাইট ও তার এজেন্ট এই বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাবে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে।
সব মিলিয়ে, এসসি ইস্টবেঙ্গলের হাত-পা কার্যত বাধা হয়ে রয়েছে ব্রাইটকে রাখতে। এখনই সমস্যা মেটার সম্ভাবনা নেই বললেই চলে, আর ব্রাইট ও তার এজেন্টও অপেক্ষা করতে চান না। দুরন্ত এই ফুটবলার কেন এই কাজিয়ার মধ্যে থেকে নিজের কেরিয়ারে প্রশ্নচিহ্ন তুলে আনবেন? আশঙ্কার ঘনঘটা ক্রমেই সামনে আসছে।