এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন ব্রাইট? জল্পনা উস্কে নয়া যাত্রার ঘোষণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এক্সট্রা টাইম বাংলায় আপনাদের জানানো হয়েছিল, দুই তারকা বিদেশী ম্যাটি স্টেইনম্যান এবং ব্রাইট এনোবাখারে ক্লাব ছাড়তে চাইছেন। আর এবার ক্লাব ছাড়ার যাবতীয় জল্পনা উস্কে দিলেন খোদ ব্রাইট নিজেই। কয়েক দিনেই লাল-হলুদ সমর্থকদের হার্টথ্রব হয়ে ওঠা ব্রাইট আর অপেক্ষা করতে রাজি নন।
বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে লাল-হলুদ সমর্থকদের আশঙ্কাকে বাড়িয়ে দিলেন নাইজেরীয় এই ফরোয়ার্ড। সেখানে তিনি লিখেছেন, "নয়া যাত্রা। আমি আমার ঈশ্বরের উপর আস্থা রাখছি।" তার সাথে করজোরে নমস্কার করার ইমোজিও দিয়েছেন ব্রাইট। যার জেরে অনেকটাই স্পষ্ট, এসসি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছেন ২২ বছরের এই দুর্দান্ত ফুটবলার।
মরশুমের মাঝপথে যখন ব্রাইটকে নিয়ে বেশ কিছু ক্লাব আগ্রহ দেখিয়েছিল, তখন এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট স্পষ্ট ভাষায় জানিয়েছিল, ভারতে খেললে লাল-হলুদেই খেলবেন ব্রাইট। কিন্তু ক্লাবের অন্দরের সমস্যা ও খেলোয়াড়দের সাথে কোনও চুক্তি নবীকরণ না করার বিষয়টিকে মাথায় রেখেই অপেক্ষা করতে চাইছে না ফুটবলাররা। এবার কি কার্যত অধৈর্য হয়ে বিদায়ীদের খাতায় নাম লেখালেন ব্রাইট?
গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ফ্রি এজেন্ট হিসেবে এসসি ইস্টবেঙ্গলে যোগ দেন ব্রাইট এনোবাখারে। আর এসেই কামাল দেখিয়ে দেন আইএসএলে। এফসি গোয়ার বিরুদ্ধে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করাটা আজও চোখে ভাসে লাল-হলুদ সমর্থকদের। এছাড়া তার স্কিল ও স্পিডে মোহিত হয়ে গিয়েছিল ভারতীয় ফুটবল মহল। এখন দেখার, এই নয়া যাত্রা বলতে আদতে কি বোঝালেন দুর্দান্ত এই তরুণ বিদেশী।