"কে বললো আমি ছেড়ে দিয়েছি?" লাল-হলুদ সমর্থকদের আশাকে জিইয়ে রাখলেন ব্রাইট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্লাবের এই টালমাটাল পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকরা চাইছেন, যাতে পরের মরশুমেও থেকে যান ব্রাইট এনোবাখারে। গত মরশুমে দুর্দান্ত খেলা দেখানো এই নাইজেরীয় ফরোয়ার্ডকে আবারও লাল-হলুদ জার্সিতে দেখতে চাইছে সমর্থকরা। কিন্তু যা পরিস্থিতি, তাতে ক্লাব ছাড়তে পারেন ব্রাইট, এমন গুঞ্জন সামনে আসছে।
এমনকি, গত বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নয়া যাত্রার কথা ঘোষণাও করেন ব্রাইট। আর তার পরেই প্রশ্ন উঠেছিল ব্রাইটের ক্লাব ছাড়ার। কিন্তু সমর্থকদের আশাকে জিইয়ে রাখলেন ব্রাইট নিজেই। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এখনই তিনি ক্লাব ছাড়েননি।
ইস্টবেঙ্গল সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টে ব্রাইট লিখেছেন, "আপনাকে কে বলেছে আমি ছেড়ে দিয়েছি?" আর এই মন্তব্যের স্ক্রিনশট মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। অনেকেই বেশ উজ্জীবিত বোধ করছেন ব্রাইটের এই বার্তা পেয়ে।
শুধু তাই নয়, ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে এসসি ইস্টবেঙ্গলের হয়ে অনুশীলনরত অবস্থায় ইনস্টাগ্রামে ছবি ছাড়েন ব্রাইট, তাতে লেখেন, "মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।" আর সেই পোস্টে লাল-হলুদ সমর্থকরা কার্যত মিনতি করছেন যাতে ব্রাইট ক্লাবেই থেকে যান।
তবে ব্রাইটের ইস্টবেঙ্গলে থেকে যাওয়াটা পুরোপুরি নির্ভর করছে ইনভেস্টর-ক্লাব কাজিয়া মিটে যাওয়ার উপর। যদিও সরকারিভাবে এসসি ইস্টবেঙ্গল ছাড়েননি ব্রাইট, তবে তিনি যে অন্য অপশন দেখছেন, তা বলার অপেক্ষা রাখে না।