চুক্তিতে পোষালে লাল-হলুদে থাকতেই পারেন ব্রেন্ডন। জানিয়ে দিল ক্লাব...

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি প্রতিবেদন শেয়ার করেন ব্রেন্ডন। তাঁর নীচে লেখা পুনরায় ইস্টবেঙ্গল সই করলেন ব্রেন্ডন। যদিও এই ব্যাপারে ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে, ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ও থাকতে চাইলে থাকতেই পারে। কোনও অসুবিধা নেই। ক্লাবের চুক্তি যদি তাঁর পোষায় তবেই।
যদিও তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল কোয়েস ইস্টবেঙ্গলের। কিন্তু প্লেয়ারদের সঙ্গে সেই চুক্তি আগেই ভঙ্গ করেছে বিনিয়োগকারী সংস্থা। ফলে ব্রেন্ডনকে লাল-হলুদে থাকতে হলে, আবার নতুন করে তাঁকে চুক্তি করতে হবে। এতে অবশ্য কোনও সমস্যা নেই ক্লাবের।
বরাবরই ক্লাবের পছন্দের ফুটবলার ব্রেন্ডন। গত বছরই তাঁকে ক্লাবের পক্ষ থেকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আলেজান্দ্রো পরবর্তী জামানায় যখন মারিও রিভেরা আসেন, তখন ক্লাবের পক্ষ থেকে স্প্যানিশ কোচকে বলা হয়েছিল, ব্রেন্ডন যদি খেলে তাহলে তাঁকে অধিনায়কত্বের সন্মানটা দেবেন। বার পুজোর প্রথা অনুযায়ী আমাদের সিনিয়র ফুটবলারকে এই সন্মানটা দেওয়া হয়ে থাকে। মারিও রিভেরা কিন্তু সেই সম্মানটা তাঁকে দিয়েছিলেন। ফলে ব্রেন্ডনের জন্য লাল-হলুদের দরজা কিন্তু খোলা। এখন সব কিছু নির্ভর করবে তাঁর উপর। ব্রেন্ডন চাইলে আগামী মরশুমে ইস্টবেঙ্গলে অনায়াসে খেলতেই পারেন তিনি।