দীর্ঘমেয়াদি চুক্তিতে মুম্বই সিটিতে থেকে গেলেন বিপিন সিং, বেতনের পরিমাণ শুনলে চমকে যাবেন!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলের ফাইনালে মুম্বই সিটি এফসির হিরো বিপিন সিংকে নিয়ে ভারতীয় ফুটবলমহলে আগ্রহ অনেকটাই বেড়েছে, সে নিয়ে কোনও সন্দেহ নেই। এবারের মরশুমের একমাত্র হ্যাটট্রিক করা এই খেলোয়াড়কে মুম্বই সিটি এফসি রেখে দেবে এমনটাই ধারণা করা হয়েছিল। আর প্রত্যাশামত তাইই হল।
২৬ বছরের এই তরুণ উইঙ্গারকে আগামী ২০২৫ সাল অবধি চুক্তিবদ্ধ করল মুম্বই সিটি এফসি। জানা গিয়েছে, দেড় কোটি টাকা অধিক অর্থের চুক্তিতে আগামী চার বছর আইএসএল চ্যাম্পিয়নদের সাথে থাকবেন বিপিন। যার জেরে আইএসএলের সেরা উপার্জনকারী ভারতীয়দের একজন হলেন তিনি।
কোচ সের্জিও লোবেরার অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় এই উইঙ্গার। শুধু আইএসএলই নয়, আগামী মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও বিপিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হবেন মুম্বইয়ের জন্য, তা বলাই যায়। এটিকে থেকে মুম্বই সিটিতে এসে সাফল্যের মুখ দেখেছেন বিপিন। আর এই মরশুমে পাঁচ গোল ও চার অ্যাসিস্টে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই উইঙ্গার। মুম্বই সিটি এফসি সূত্রে জানা গিয়েছে, ২০২২ সাল অবধি চুক্তি ছিল বিপিনের, কিন্তু অন্য ক্লাবের অফার আসার আগে নিজেদের এই প্রতিভাকে আরও তিন বছরের জন্য ধরে রাখল মুম্বই।