কলকাতা-মুম্বইয়ের প্রস্তাব ছেড়ে জাপানের পথে আপুইয়া? সোশ্যাল মিডিয়ায় জল্পনার ঝড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইএসএলের সেরা উঠতি খেলোয়াড়ের পুরষ্কার পাওয়া তরুণ মিডফিল্ডার আপুইয়াকে পেতে ইতিমধ্যেই তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। বিপুল ট্রান্সফার ফি না পেলে আপুইয়াকে ছাড়তে রাজি নয় নর্থইস্ট ইউনাইটেড।
এবার এই টানাপোড়েনের মাঝে উঠে এল আরও এক চাঞ্চল্যকর জল্পনা। বুধবার সকালে জাপানি ভাষায় একটি টুইট মারাত্মকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে লেখা হয়েছে, জে লিগের ক্লাব এফসি টোকিও আগ্রহী হয়েছে আপুইয়াকে পেতে। আর এই টুইট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে টুইটার তথা সোশ্যাল মিডিয়ায়।
যদিও বুধবার অবধি খবর, আপুইয়া কিংবা নর্থইস্টের কাছে এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি ছাড়া অন্য কোনও ক্লাবের প্রস্তাব আসেনি, জাপান তো দুরের কথা। কিন্তু কেবল ৪৭০০ ফলোয়ার্স থাকা এই অ্যাকাউন্টের একটি টুইটকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে।
ইতিমধ্যেই সন্দেশ ঝিঙ্গানের কাছে এসেছে ইউরোপের তিনটি দেশের বেশ কিছু ক্লাবের অফার, আর এবার আপুইয়ার কাছে সরাসরি এশিয়ার হেভিওয়েট দেশ জাপানের প্রথম ডিভিশনে খেলার জল্পনা, সব মিলিয়ে দলবদলের বাজার নিয়ে মারাত্মক উত্তেজনায় রয়েছে ভারতীয় ফুটবল মহল।