দলবদলে বড় সাফল্য! তরুণ ফরোয়ার্ড বিদ্যাসাগর সিংকে তুলে নিল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে নিজেদের টার্গেটকে তুলে নিল বেঙ্গালুরু এফসি। গত আইলিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত ট্রাউ এফসির তারকা ফরোয়ার্ড বিদ্যাসাগর সিংকে তিন বছরের চুক্তিতে সই করল বেঙ্গালুরু।
বুধবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বেঙ্গালুরু। আর এরই সাথে চলতি দলবদলের মরশুমে নিজেদের অষ্টম সই করে ফেলল তারা। আসন্ন এএফসি কাপে মালদ্বীপ ঈগলস এফসির বিরুদ্ধে প্লেঅফ পর্বে খেলবেন বিদ্যাসাগর।
সই করে বিদ্যাসাগর বলেন, "বেঙ্গালুরু এফসিতে সই করা আমার কাছে এক স্বপ্নপূরণ। এখন আমি যখন এসেছি, আমি ক্লাব ও নিজের জন্য আরও বেশি করে অর্জন করব। আমি উন্নতি করতে ইচ্ছুক এবং এই দলে যতটা সম্ভব অবদান দিয়ে তাদের জয়ের ঐতিহ্যকে বজায় রাখতে চাই। আমি জানি যে আমি সুনীল ভাই ও গুরপ্রীত ভাইয়ের মত বড় খেলোয়াড়দের মাঝে ঘিরে থাকব, এবং আমি তাদের থেকে শিখে আরও এগোতে চাইব।"
গত আইলিগে অসাধারণ ফুটবল খেলেন বিদ্যা। ২৩ বছরের এই মণিপুরি ফুটবলার ট্রাউ এফসির হয়ে ১২ গোল করেন। কার্যত ট্রাউকে চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় নিয়ে যান বিদ্যা। আর এর জেরে আইলিগের গোল্ডেন বুট জেতেন বিদ্যা।