ইস্টবেঙ্গলের দলগঠনে সাহায্য করতে পারছেন না বাইচুং, এই দুই কিংবদন্তিকে সুপারিশ করলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই এসসি ইস্টবেঙ্গলের দল তৈরির জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। একাধিক দেশী ও বিদেশী খেলোয়াড়দের সাথে কথা বলা শুরু করেছে রিক্রুটাররা। তবে ইস্টবেঙ্গল চাইবে, দলগঠনের বিষয়ে প্রাক্তন ও কিংবদন্তি ভারতীয় ফুটবলাররা সাহায্য করুন।
গত বছর দলগঠনের ক্ষেত্রে পরোক্ষভাবে ইস্টবেঙ্গলকে পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। কিন্তু এই বার সেই দায়িত্ব নিতে পারছেন না বাইচুং।
শনিবার নিজের ফেসবুকে এমনই বার্তা দেন বাইচুং। সেখানে তিনি জানিয়েছেন, তিনি সাহায্য করতে ইচ্ছুক হলেও এসসি ইস্টবেঙ্গলের দলগঠনের জন্য প্রয়োজনীয় সময় তিনি দিতে পারবেন না।
এদিকে দলগঠন ও খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে দুই ইস্টবেঙ্গল প্রাক্তনী তথা কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য ও তরুণ দে এর নাম সুপারিশ করেছেন বাইচুং। এই দুই কিংবদন্তির পরামর্শ ও অভিজ্ঞতায় ইস্টবেঙ্গল লাভবান হবেই বলে আশা বাইচুংয়ের।