স্ট্রাইকার সমস্যা মেটাতে লাল-হলুদের তরুণ তুর্কি হরমনপ্রীত সিংকে অফার দিল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে এসসি ইস্টবেঙ্গলের অবস্থা তথৈবচ। খেলোয়াড় নেওয়া তো দূর, বর্তমান খেলোয়াড়দের রাখা কিংবা আদৌ সামনের মরশুমে কি হবে সে নিয়ে দিশেহারা লাল-হলুদ ব্রিগেড। আগামী চার দিন পরে ইস্টবেঙ্গলের অসংখ্য খেলোয়াড় ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এবং বড় সম্ভাবনা অন্য ক্লাবে যাওয়ার।
এই তালিকায় রয়েছে তরুণ ফরোয়ার্ড হরমনপ্রীত সিংও। এসসি ইস্টবেঙ্গলের হয়ে চুড়ান্ত ফ্লপ এই তরুণ পাঞ্জাব তনয়কে নিতে এবার আগ্রহ দেখিয়েছে বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর ব্যাকআপ হিসেবে হরমনপ্রীতকে রাখতে চাইছেন কোচ মার্কো পেজ্জিওলি। আর এর জেরে ১৯ বছরের এই তরুণ ফরোয়ার্ডকে অফারও দিয়েছে বেঙ্গালুরু।
জানা গিয়েছে, তিন বছরের চুক্তির দীর্ঘমেয়াদি অফার দিয়েছে বেঙ্গালুরু এফসি। এদিকে সুনীল ছেত্রীর মত সুপারস্টার ফুটবলারের সাথে খেলার সুযোগ, ফলে এই অফার ছাড়তে চাইবেন না পাঞ্জাব তনয়। বেঙ্গালুরুর অভিজ্ঞ ফুটবলারদের মাঝে থেকে নিজের অফ ফর্মকে কাটিয়ে ওঠার চেষ্টায় থাকবেন হরমনপ্রীত। পাশাপাশি, এএফসি কাপ খেলারও সুযোগ রয়েছে তার কাছে।
গত আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের হয়ে অত্যন্ত হতাশাজনক পারফর্ম করেছেন হরমনপ্রীত। কোচ রবি ফাউলারের ব্যাকিং থাকলেও সেই ভরসার কোনও জবাবই দিতে পারেননি ইন্ডিয়ান অ্যারোজের এই প্রাক্তন স্ট্রাইকার। এবার নয়া জায়গায় গিয়ে নতুন করে শুরু করতে চাইবেন হরমন।