জয়েশ রানের পর এটিকে-মোহনবাগানের প্রণয় হালদারকে টার্গেট করল বেঙ্গালুরু এফসি

সব্যসাচী ঘোষ : দলবদলের জন্য ইতিমধ্যেই সকল ফ্র্যাঞ্চাইজি ও ক্লাব ঝাঁপিয়েছে। আর সেখানে এটিকে-মোহনবাগান বেশ সক্রিয় ভূমিকা নিচ্ছে। বেশ কিছু তারকা ভারতীয় খেলোয়াড়দের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে তারা। কিন্তু এরই মাঝে সবুজ-মেরুণের কিছু ফুটবলারকেও আবার টার্গেট করেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি।
এবার এটিকে-মোহনবাগানের তারকা মিডফিল্ডার প্রণয় হালদারকে টার্গেট করেছে বেঙ্গালুরু এফসি। দলকে নতুন করে তৈরি করতে এই দুরন্ত বাঙালি মিডফিল্ডারকে চাইছে প্রাক্তন আইএসএল জয়ীরা। আর সেই কারণে মাঝমাঠে বৈচিত্র্য আনতে প্রণয়কে আনার ভাবনা।
জানা গিয়েছে, ইতিমধ্যে এটিকে-মোহনবাগানের সাথে কথা বলা শুরু করেছে বেঙ্গালুরু এফসি। কথা চলছে প্রণয়ের সাথেও। যদিও ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ এই ফুটবলারকে আনতে গেলে প্রায় এক কোটি টাকার ট্রান্সফার ফি দিতে হবে বেঙ্গালুরুকে।
এবারের আইএসএলে সেভাবে নিয়মিত ছিলেন না প্রণয়। সাতটি ম্যাচ শুরু করেছেন প্রথম থেকে, আর আট ম্যাচ পরিবর্ত হিসেবে মাঠে নেমেছেন। মূলত ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ডে কার্ল ম্যাকহিউয়ের সাথেই প্রণয়কে খেলাতেন কোচ হাবাস। কিন্তু আগামী মরশুমে যেভাবে দলগঠন শুরু করেছে এটিকে-মোহনবাগান, তাতে প্রণয়কে পরিকল্পনার মধ্যে রাখা হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে।
তবে শুধু প্রণয় না, এটিকে-মোহনবাগানের আর এক মিডফিল্ডার জয়েশ রানেকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছে বেঙ্গালুরু এফসি। ফলে এটিকে-মোহনবাগানের মাঝমাঠের দুই ইঞ্জিনকে নিয়ে কি চমক করবে বেঙ্গালুরু? তা কেবল সময়ের অপেক্ষা।