এএফসি কাপের জন্য অওবামেয়াংয়ের সতীর্থকে আনল বেঙ্গালুরু এফসি, দেখে নিন প্রোফাইল

সব্যসাচী ঘোষ : ঘরোয়া মরশুম আপাতত শেষ, এবার সামনে শুধু এএফসি কাপের যোগ্যতা অর্জন। আর সেটিকে ফোকাসে রেখেছে বেঙ্গালুরু এফসি। আসন্ন এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড ও পরবর্তী ধাপের জন্য বেঙ্গালুরু সই করাল গাবোনের ডিফেন্ডার রোন্ডু মুসাভু-কিংকে। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করল বেঙ্গালুরু এফসি। চলতি মরশুমের শেষ অবধি চুক্তি রয়েছে কিংয়ের সাথে।
ফ্রি এজেন্ট হিসেবেই বেঙ্গালুরুতে এসেছেন কিং। এর আগে ফরাসি তৃতীয় ডিভিশন ক্লাব লে মান্স এফসির হয়ে খেলেছেন তিনি। তবে ইউরোপের প্রথমসারির লিগগুলিতে খেলেছেন ২৯ বছরের এই ডিফেন্ডার। খেলেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ান এবং সুইজারল্যান্ডের প্রথম ডিভিশনে খেলেছেন কিং। এস এম কায়েন, লোরিয়েন্ত, টুলুস, বোলোনের মত একাধিক ফরাসি ক্লাবে খেলেছেন। এছাড়া স্প্যানিশ লা লিগার দল গ্রানাডা দলেও ছিলেন কিং, যদিও সেখানে খেলার সুযোগ পাননি।
এদিকে নিজের দেশ গাবোনের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন কিং। গাবোনে পিয়ের এমরিক অওবামেয়াংয়ের সাথেও খেলেছেন এই ডিফেন্ডার।