মাঝমাঠে স্প্যানিশ স্বাদ আনতে জাভি হার্নান্ডেজকে সই করাল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে হতাশাজনক পারফর্মেন্সের পর নতুন করে দলগঠন করতে শুরু করেছে বেঙ্গালুরু এফসি। এবার মাঝমাঠে স্প্যানিশ স্বাদ আনতে তারকা ফুটবলার জাভি হার্নান্ডেজকে সই করল বেঙ্গালুরু।
বুধবার বেঙ্গালুরু এফসি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, জাভি হার্নান্ডেজকে দুই বছরের চুক্তিতে সই করা হয়েছে। আইএসএলে অত্যন্ত সফল এই মিডফিল্ডারকে এনে বেঙ্গালুরু তাদের শক্তি বাড়াল, তা বলাই যায়।
গত আইএসএলে ওড়িশা এফসির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন জাভি। ছয়টি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়ার এই ছাত্র অ্যাটাকিং মিডফিল্ডে অত্যন্ত উপযোগী ভূমিকা পালন করতে পারেন, এবং সুনীল ছেত্রীকে গোলের বল বাড়াতে মুখ্য ভূমিকা নেবেন বলেই আশা করা যায়।