বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন ডিফেন্ডার অ্যালান কোস্তা, দেখে নিন এই ব্রাজিলিয়ানের প্রোফাইল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুর ডিফেন্সকে জোরদার করতে এবার হাজির হলেন অ্যালান কোস্তা। দুই বছরের লোন চুক্তিতে ব্রাজিলের ক্লাব আভাই এফসি থেকে যোগ দিলেন এই ডিফেন্ডার।
কয়েক দিন আগে নিজেদের অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার জুয়ানানকে বিদায় জানিয়েছিল বেঙ্গালুরু এফসি। আর অ্যালান কোস্তা কার্যত তারই পরিবর্ত হিসেবে মনে করা হচ্ছে। মঙ্গলবার বেঙ্গালুরু নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে।
৩০ বছরের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এর আগে খেলতেন ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আভাই এফসিতে। ছয় ফুট তিন ইঞ্চির এই ডিফেন্ডার পরিচিত নিজের স্কিল ও শক্তির জন্য। দুর্দান্ত পায়ের কাজ রয়েছে এই ডিফেন্ডারের, এদিকে নিজের উচ্চতাকে ব্যবহার করে প্রতিপক্ষের ক্রসকে আটকাতে সক্ষম তিনি।
এই প্রথম তিনি ব্রাজিল তথা দক্ষিণ আমেরিকার বাইরে কোনও ক্লাবে খেলতে আসছেন। ব্রাজিলের প্রথম ডিভিশনে ৬৬টি ম্যাচ খেলেছেন তিনি, এছাড়া কোপা লিবারেতোদেসে স্পোর্ট ক্লাব ইন্টারন্যাশিওনালের হয়ে নয়টি ম্যাচ খেলা হয়েছে তার। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কোস্তার।
ইন্টারন্যাশিওনাল ছাড়া তিনি খেলেছেন কোরিটিবা এফসি, সেন্ত্রো স্পোর্টিভো আলাগোয়ানো, ইসি ভিতোরিয়ার মত ব্রাজিলিয়ান ক্লাবে। ফলে অত্যন্ত ভালো প্রোফাইলের এক ডিফেন্ডারকেই আনল বেঙ্গালুরু।