এশীয় কোটায় ছয় দেশে খেলা এই অভিজ্ঞ ডিফেন্ডারকে সই করাল বেঙ্গালুরু এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেঙ্গালুরু এফসি নিজেদের এশীয় কোটায় অভিজ্ঞ অস্ট্রেলিয়ান ডিফেন্ডার আলেকসান্ডার জোভানোভিচকে সই করিয়েছে। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেঙ্গালুরু ঘোষণা করে, এক বছরের চুক্তিতে সই করেছেন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।
মোট ছয়টি দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে জোভানোভিচের। অস্ট্রেলিয়ার প্যারামাট্টা ঈগলসের হয়ে কেরিয়ার শুরু করেন জোভানোভিচ। এরপর সার্বিয়ান সুপারলিগার দল ভোজভোদিনায় খেলেন তিনি। মাঝে সার্বিয়ার বিভিন্ন ডিভিশনে খেলেছেন তিনি। এছাড়া থাইল্যান্ডের পুলিশ তেরো এফসি, দক্ষিণ কোরিয়ার সুওন এফসি ও জেজু ইউনাইটেড, চীনের তিয়ানজিন তেডা ও বসনিয়ার জেলজেজনিকার সারাজেভোয় খেলেছেন জোভানোভিচ।
বেঙ্গালুরুতে যোগ দিয়ে জোভানোভিচ বলেছেন, "আমি উচ্ছ্বসিত বেঙ্গালুরু এফসির হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে এবং মুখিয়ে রয়েছি খেলোয়াড়, কর্মী ও সমর্থকদের সাথে আলাপ করার জন্য। আমার কাছে ভারতে আসার ও বেঙ্গালুরুতে যোগ দেওয়ার প্রস্তাব আসে, আর এটিই আমার নজর কেড়ে নেয় নেয়। আমি এই ক্লাবের বিষয়ে অনেক শুনেছি, যেহেতু আমার কিছু বন্ধু এখানে খেলে এসেছে, আর তারা কেবল ইতিবাচক কথাই বলেছে এই ক্লাব ও লিগকে নিয়ে। আমি অপেক্ষা করতে পারছি না নামার জন্য।"
বেশ ভালো উচ্চতা রয়েছে এই অজি ডিফেন্ডারের। ছয় ফুট চার ইঞ্চির এই দীর্ঘকায় ডিফেন্ডার নিঃসন্দেহে বড় ভরসা দেবে বেঙ্গালুরুর ডিফেন্সকে।