এটিকে-মোহনবাগানের পর এবার এসসি ইস্টবেঙ্গলের সংসার ভাঙতে চলেছে বেঙ্গালুরু এফসি

সব্যসাচী ঘোষ : ইতিমধ্যেই এটিকে-মোহনবাগানের জয়েশ রানের সাথে পাকা কথা বলে ফেলেছে বেঙ্গালুরু এফসি, আর এক মিডফিল্ডার প্রণয় হালদারের সাথেও কথাবার্তা অব্যাহত। এই অবস্থায় এবার কলকাতার আরও এক গর্ব এসসি ইস্টবেঙ্গলের সংসার ভাঙার কাজ শুরু করল বেঙ্গালুরু এফসি।
তরুণ বাঙালি ডিফেন্ডার সার্থক গোলুইকে অফার করেছে বেঙ্গালুরু এফসি। জানা গিয়েছে, ২৩ বছরের এই ফুটবলারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে বেঙ্গালুরু। যদিও এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সার্থক জানিয়েছেন যে তিনি এসসি ইস্টবেঙ্গলের অফারের জন্য অপেক্ষা করবেন।
কিন্তু আর কতদিন অপেক্ষা করবেন সার্থক, সে নিয়ে প্রশ্ন উঠছে। আগামী মে মাসে লাল-হলুদ ব্রিগেডের সাথে চুক্তি শেষ হচ্ছে সার্থকের। ফলে খুব বেশিদিন অপেক্ষা করবেন না তিনি, তা স্পষ্ট। আর এই অবস্থায় সার্থকের সাথে প্রাক চুক্তি সইপর্ব সেরে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি।
ক্লাব বনাম ইনভেস্টরের কাজিয়ায় এখনও এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোনও খেলোয়াড়ের সাথে নতুন করে চুক্তি করতে পারেনি, যার জেরে একাধিক অফার পেয়ে তারা ক্লাব ছাড়ার পথে রয়েছেন। আর এর মধ্যে অন্যতম হলেন সার্থক। গত জানুয়ারি মাসে মুম্বই সিটি এফসি থেকে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন সার্থক। আর তারপর ডিফেন্সে বেশ ভরসা দিয়েছিলেন এই বঙ্গতনয়।