নিজেদের ক্লাব ছাড়লেন আশিস রাই ও আশিক কুরুনিয়ন, আসছেন এটিকে মোহনবাগানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা তো ছিলই, এবার তাতে পড়ল শিলমোহর। সোমবার হায়দ্রাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে, তাদের দুই তারকা খেলোয়াড় যথাক্রমে আশিস রাই ও আশিক কুরুনিয়ন ক্লাব ছাড়ছেন।
সোমবার হায়দ্রাবাদ এফসি ঘোষণা করে, অপ্রকাশিত ফিতে হায়দ্রাবাদ এফসি ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দিতে চলেছেন আশিস রাই। ২৩ বছর বয়সী এই উইংব্যাক সম্প্রতি ভারতের হয়ে এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন।
বেশ কয়েক দিন আগে এক্সট্রা টাইম বাংলা খবর করেছিল, আশিস রাই স্বয়ং মোহনবাগান ক্লাবে এসে সই করেছেন। এমনকি, রবিবার এক খেলোয়াড়ের সাইনিংয়ের টিজার ভিডিও প্রকাশ করেছিল এটিকে মোহনবাগান। সেখানে আন্দাজ করা হচ্ছে, এই খেলোয়াড়টি আশিস রাই।
এদিকে বেঙ্গালুরু এফসি ঘোষণা করে, ক্লাব ছাড়ছেন তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ন। যদিও নতুন চ্যালেঞ্জের জন্য কোন ক্লাবে পাড়ি দিচ্ছেন আশিক, সেটি তারা জানায়নি।
তবে যা খবর, এটিকে মোহনবাগানেই আসছেন আশিক। সম্প্রতি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন আশিক। ফলে এটি নিঃসন্দেহে বড় সাইনিং হবে এটিকে মোহনবাগানের জন্য।