বাংলাকে সোনা জেতানো নরহরি শ্রেষ্ঠা সই করবেন আইলিগের এই ক্লাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য জাতীয় গেমসে পুরুষদের ফুটবলে সোনা জিতেছে বাংলা দল। আর সেই সাফল্যের অন্যতম কান্ডারি ছিলেন নরহরি শ্রেষ্ঠা। চলতি কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন এ-এর প্রথম রাউন্ডে কাস্টমসের হয়ে সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে রয়েছেন নরহরি।
আর জাতীয় গেমসেও রবি হাঁসদার সাথে যুগ্ম সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন নরহরি। এর জেরে প্রশ্ন উঠেছিল, তাহলে কি বাংলার তিন প্রধানের কেউ নরহরিকে নিতে আগ্রহ দেখাবে? এবার সেই বিষয়ে এল উত্তর।
বাংলার কোনও ক্লাব নয়, আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালায় সই করতে চলেছেন নরহরি শ্রেষ্ঠা। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে চলেছেন বাঙালি এই ফরোয়ার্ড। শীঘ্রই সরকারি ঘোষণা করে ফেলতে পারে গোকুলাম।
বাংলা তথা ভারতীয় ফুটবল সার্কিটে অত্যন্ত অভিজ্ঞ নরহরি। খেলেছেন মোহনবাগান ও ডিএসকে শিবাজিয়ান্সে। এছাড়া পিয়ারলেস, ফতেহ হায়দ্রাবাদ এফসি ও বেঙ্গালুরু ইউনাইটেডে খেলেছেন নরহরি।