রাহুলের মত বাংলার অনেকের আইএসএল খেলার যোগ্যতা রয়েছে, দাবি রঞ্জন ভট্টাচার্যের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এ যেন স্বপ্নপূরণ! শুধু চাকরি পাওয়ার আশায় একাধিক আইলিগ দলের প্রস্তাব নাকচ করে সন্তোষ ট্রফিতে বাংলা দলের হয়ে খেলছিলেন রাহুল পাসওয়ান। কিন্তু গত কলকাতা লিগে বিএসএসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা রাহুলকে দেশের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ করে দিল এসসি ইস্টবেঙ্গল।
আর সেই সুযোগ পেয়ে গোয়ার উদ্দেশ্যে উড়ে গেলেন রাহুল। স্বভাবতই, রাহুলের এই অগ্রগতিতে খুশি সন্তোষ ট্রফিতে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাহুল আসলে অনেক বাংলার ফুটবলের প্রতিনিধি।
এক্সট্রা টাইম বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে, রঞ্জন ভট্টাচার্য বলেছেন, "আইএফএ সচিব জয়দীপ মুখার্জির কাছে যখন রাহুলকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইস্টবেঙ্গল, এমনকি রাহুলও আমার কাছ থেকে রিলিজ চায়। আমি ১০ মিনিট সময় নিয়ে আমি জয়দীপকে বলি, আমাদের প্রধান উদ্দেশ্য হল বাংলার ফুটবলারদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ দেওয়ার। আর তার জন্য আমাদের কিছু ত্যাগ করতেই হবে। বাংলা দলের দুটি লক্ষ্য থাকে, এক ট্রফি জেতা, আর দ্বিতীয়ত, বাংলার ছেলেদের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ করে দিতে হবে, আর সেটিই আমাদের কাছে ট্রফির সমান। তাই আমরা রাহুলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই।"
তবে শুধু রাহুলই নন, বাংলার এমন অনেক ফুটবলার রয়েছেন, যারা আইএসএলের দলে অনায়াসে ঢুকে যেতে পারেন। এই নিয়ে রঞ্জন ভট্টাচার্য বলেছেন, "রাহুলের মত এমন অনেক বাঙালি ফুটবলার রয়েছেন যারা আইএসএলে খেলতে পারে। শুভেন্দু মান্ডি, মহিতোষ রায়, তন্ময় ঘোষ, নবী হোসেন, বাসুদেব মান্ডি - এমন অনেক ছেলেই আছে যারা ইতিমধ্যেই আইএসএল খেলতে পারে। আমাদের বাংলার ফুটবলে আজ নবোদয় হয়েছে, নবজাগরণ ঘটেছে। আগামী দিনে এখান থেকে অনেক ফুটবলার আইলিগ-আইএসএল খেলতে পারবে।"
এদিকে আইএসএল-আইলিগের দলগুলির বাংলার ছেলেদের প্রতি তীব্র অনীহায় বেশ ক্ষুব্ধ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, "আমি বেশ অবাক হয়ে যাই। বাংলার ছেলেদের সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদি এদের সুযোগ দেওয়া হয়, তবে এরা কোনও অংশেই বাকিদের থেকে কম নয়। তুহিন দাসের মত লেফট ফুল ব্যাক ভারতবর্ষে খুব কম রয়েছে, আমি জানি আগামী বছর ওর জন্য ঝাঁপাবে আইলিগ-আইএসএলের দলগুলি।"
"আমি আশা করব, বাংলায় আইএসএলের দুটি ক্লাব ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান, আর আইলিগে মহমেডান স্পোর্টিং যদি বাংলার ছেলেদের দিকে বেশি করে নজর দেয়, যদি রিজার্ভেশন সিস্টেম করে বাংলার ছেলেদের তুলে আনে, তাহলে তা খুবই ভালো হবে।"
সব মিলিয়ে, রাহুল পাসওয়ানের মত বাংলার ছেলেরা আরও বেশি করে আইলিগ-আইএসএলের দলে সুযোগ পান, এমনটাই চাইছেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য।