ব্রেন্টফোর্ডে সই করলেন বেকহ্যাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এই মরশুমের ইপিএলের জায়েন্ট কিলার, ব্রেন্টফোর্ডে যোগ দিলেন বেকহ্যাম। ইন্টার মিয়ামি থেকে লোনে এলেন তিনি। তবে এই বেকহ্যাম ডেভিড নন, ইনি ডেভিড পুত্র রোমিও।
ডেভিড বেকহ্যামের এমএলএস এর দল ইন্টার মিয়ামির দ্বিতীয় দলের হয়ে ২০২১ সাল থেকেই খেলেন রোমিও। ২০ বছর বয়সী ডেভিড পুত্র এবার কম সময়ের লোন ডিলে ব্রেন্টফোর্ডের রিজার্ভ দলে যোগ দিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ডেভিড বেকহ্যাম নিজে তার ছেলের দলবদলের কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি তার ছেলে রোমিওর সাথে ব্রেন্টফোর্ডের ছবি শেয়ার করে জানিয়েছেন, "বছরের শুরুটা উত্তেজনাপূর্ণ হল, এবার কঠিন পরিশ্রম এবং আনন্দের শুরু।"
ডেভিড বেকহ্যাম জানিয়েছেন তিনি তার ছেলের জন্য অত্যন্ত গর্বিত।