একাধিক তারকা খেলোয়াড়কে প্রস্তাব দিলেও এই দুই কারণে পিছিয়ে পড়ছে এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাতে একেবারেই সময় নেই, এই পরিস্থিতিতে অন্তিম মুহুর্তে দলগঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এফসি গোয়ার নবীন কুমার, রোমারিও জেসুরাজ ও সারিনিও ফার্নান্ডেজ এবং হায়দ্রাবাদ এফসির আদিল খানের সাথে চুড়ান্ত কথাবার্তা সারছে ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের আব্দুল হাক্কুর সাথেও কথা অনেকটাই এগিয়েছে। সই করতে চলেছেন হীরা মন্ডলও।
তবে আরও একাধিক তারকা খেলোয়াড়কে সই করতে চাইলেও দুটি কারণে পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচার্য, অনিরুদ্ধ থাপার মত বেশ কিছু তারকাকে সই করাতে চাইলেও এসসি ইস্টবেঙ্গলের রয়েছে এই দুটি সমস্যা।
প্রথমটি হল বাজেট। ক্লাব সূত্রে খবর, গত বছরের তুলনায় এই বছরের বাজেট অর্ধেকেরও কম করেছে শ্রী সিমেন্ট। এতটাই কম বাজেট, বেশ কিছু আইএসএল ফ্র্যাঞ্চাইজির এক তৃতীয়াংশ বাজেট রেখেছে শ্রী সিমেন্ট। আর এই অল্প বাজেটে বড় বেতনের প্রস্তাবও দিতে পারছে না খেলোয়াড়দের। ফলে কার্যত আশায় বসে আছে, ইস্টবেঙ্গল নামের জোরে যদি খেলোয়াড়রা সই করতে রাজি হয়।
এদিকে বেতনগত দিকের সমস্যা ছাড়াও রয়েছে আরও একটি সমস্যা। কোনও খেলোয়াড়কেই দীর্ঘমেয়াদি চুক্তি অফার করছে না এসসি ইস্টবেঙ্গল। যেহেতু শ্রী সিমেন্ট আদৌ পরের মরশুমে ইনভেস্টর হিসেবে থাকবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে। ফলে এক মরশুমের চুক্তিতেই খেলোয়াড়দের চাইছে ইস্টবেঙ্গল। কিন্তু ভালো বেতনের পাশাপাশি দুই বা তার বেশি বছরের চুক্তিই চাইছে তারকা খেলোয়াড়রা।
ফলে এই দুটি সমস্যাতেই কার্যত দলবদলের বাজারে পিছিয়ে পড়েছে এসসি ইস্টবেঙ্গল। তবে ম্যানেজমেন্ট আশাবাদী, সমস্যার সমাধান করে ভালো দলই তৈরি করা যাবে।