সত্যিই কি রোনাল্ডো আসছেন বায়ার্ন মিউনিখে? জার্মান চ্যাম্পিয়নরা দিল এমনই বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একাধিক রিপোর্ট অনুযায়ী খবর এসেছিল, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করতে পারে বায়ার্ন মিউনিখ। রিপোর্টের খবর অনুযায়ী, রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেজ নিজে বায়ার্নের কাছে প্রস্তাব রেখেছিলেন তাকে কেনার জন্য।
কিন্তু সত্যিই কি রোনাল্ডো আসছেন বায়ার্নে? এই নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন বায়ার্নের ডিরেক্টর হাসান স্যালিহ্যামিডিচ। তিনি জানিয়েছেন, এই ধরণের খবরের কোনও সত্যতা নেই।
এই নিয়ে হাসান এক সাক্ষাৎকারে বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন শীর্ষ মানের খেলোয়াড়, যার একটি অসাধারণ কেরিয়ার রয়েছে। যদিও, বায়ার্নের সাথে ওনার চুক্তির সম্ভাবনা নিয়ে খবর সত্যি নয়। এই ধরণের গুঞ্জনের কোনও সত্যতা নেই।"
এদিকে স্কাই জার্মানির রিপোর্ট অনুযায়ী, জর্জে মেন্ডেজের তরফ থেকে রোনাল্ডোকে কেনার প্রস্তাব পেলে অভ্যন্তরীণ আলোচনা সারেন বায়ার্নের কর্তারা। এবং সেখান থেকে তারা রোনাল্ডোকে না নেওয়ার সিদ্ধান্ত নেন।
মূলত রোনাল্ডোর বেতন, যা বর্তমানে বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো, তা বায়ার্নের অর্থনৈতিক প্যাকেজের থেকে অনেক বেশি। এছাড়া জুলিয়ান নাগেলসম্যানের স্টাইলে রোনাল্ডো একেবারেই ফিট হবে না, এমনটাই মনে করা হচ্ছে।