বায়ার্ন সাম্রাজ্যের পতন! জাবির হাত ধরে ইতিহাস রচনা করল লেভারকুসেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১২০ বছরের অপেক্ষার অবসান, বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ের লেভারকুসেন। ৫ ম্যাচ বাকি থাকতেই ক্লাবের ইতিহাসে প্রথম জার্মান লিগ জিতল জাবি আলন্সোর দল। টানা ১১ বছরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের আধিপত্য ধূলিসাৎ করে স্বপ্নের ফুটবল উপহার লেভারকুসেনের।
চলতি মরশুমে এখনও পর্যন্ত অপরাজিত লেভারকুসেন। এদিন ওয়ার্ডার ব্রেমিনের বিরুদ্ধে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেত জাবির দল। এবং এই ম্যাচেই ফ্লোরিয়ান উইর্টজের হ্যাটট্রিকের সৌজন্যে ৫ গোলে জয়ী বায়ের লেভারকুসেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে থেকেই সমর্থকেরা মাঠের ধারে ভিড় জমাতে থাকেন। এবং শেষ বাঁশি বাজতেই মাঠে সমর্থকদের বাধনভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
৪৩ ম্যাচে অপরাজিত লেভারকুসেনের পরবর্তী লক্ষ্য ডিএফবি পোকাল এবং উয়েফা ইউরোপা জিতে ট্রেবেল সম্পূর্ণ করা।