বার্সিলোনা বিক্রি করবে না ফ্রেঙ্কি ডি জংকে! নিশ্চয়তা দিলেন জোয়ান লাপোর্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিগত কিছু সময় ধরে জোর জল্পনা চলছে, তারকা ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে বিক্রি করতে পারে এফসি বার্সিলোনা। এবং ফ্রেঙ্কিকে পেতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড।
যদিও এই ডাচ মিডফিল্ডার বার্সিলোনা ছাড়তে চান না, এবং বার্সার সমর্থকরাও এই একই জিনিস চান। কিন্তু সত্যিই কি ফ্রেঙ্কিকে ছাড়া হবে? এই নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিলেন বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তা।
লাপোর্তা জানিয়েছেন, আগামী ভবিষ্যতে বার্সিলোনাতেই থাকবেন ফ্রেঙ্কি। এবং তাকে ম্যানচেস্টার ইউনাইটেড সহ অন্য কোনও ক্লাবে বিক্রি করা হবে না, এমনই নিশ্চয়তা দিয়েছেন লাপোর্তা।
এই নিয়ে লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, "আমাদের কোনও ইচ্ছা নেই ওনাকে বিক্রি করার এবং উনি এখানেই থাকতে চান। ম্যানচেস্টার ইউনাইটেডই কেবল একমাত্র ক্লাব নয় যারা ওনাকে চায়।"
ফলে ধারণা করাই যায়, ফ্রেঙ্কি ডি জং আগামী দিনে বার্সিলোনায় থাকবেন, এমনটাই ধারণা করা যায়।