পিয়ানিচে বিরক্ত এফসি বার্সিলোনা, সোয়াপ ডিলে এই দুই বিশ্বমানের মিডফিল্ডারকে টার্গেট বার্সার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থারের পরিবর্তে সোয়াপ ডিলে বসনিয়ান মিডিও মিরোলেম পিয়ানিচকে এনেছিল এফসি বার্সিলোনা। আর এই ডিল নিয়ে প্রচুর সমালোচনায় পড়তে হয়েছিল ম্যানেজমেন্ট। কমবয়সী এক মিডফিল্ডারের পরিবর্তে ৩১ বছরের পিয়ানিচকে নিয়ে খুশি ছিলেন না বার্সা সমর্থকরা।
আর এই ডিল কতটা ব্যর্থ, তা বোঝা গিয়েছে চলতি মরশুমে। একেবারে ফ্লপ হিসেবে প্রমাণিত হয়েছেন পিয়ানিচ। লা লিগায় ১৭টি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে ৮টি ম্যাচ খেলেন পিয়ানিচ, কিন্তু কোনও গোল বা অ্যাসিস্ট নেই তার। এই পরিস্থিতিতে আগামী মরশুমে পিয়ানিচকে সোয়াপ ডিলে অন্তর্ভুক্ত করে নতুন কোনও মিডফিল্ডার পেতে চাইছে বার্সিলোনা।
স্প্যানিশ মিডিয়া স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, সোয়াপ ডিলে চেলসির তারকা মিডফিল্ডার জর্জিনহোকে পেতে চাইছে বার্সিলোনা। যদিও চেলসির হয়ে দারুণ পারফর্ম করে এসেছেন এই ইতালিয়ান, মিডফিল্ডে এনগোলো কান্তের সাথে দারুণ জুটি তৈরি করেছেন ২৯ বছরের এই ফুটবলার। এছাড়া ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে চেলসির সাথে। যার ফলে জর্জিনহোকে পেতে পিয়ানিচের সাথে বেশ বড় অর্থ দিতে হতে পারে বার্সিলোনাকে।
এদিকে পিয়ানিচকে আবারও জুভেন্টাসে ফিরিয়ে দিতে চাইছে এফসি বার্সিলোনা। ইতালীয় মিডিয়া ক্যালসিওমেরকাতোর রিপোর্ট অনুযায়ী, সোয়াপ ডিলে পিয়ানিচের পরিবর্তে রদ্রিগো বেন্টাঙ্কুরকে পেতে চাইছে বার্সিলোনা। এমনকি, জুভেন্টাস চাইছে নিজেদের জঘন্য মিডফিল্ডে পরিবর্তন আনতে আর সেই কারণে বেন্টাঙ্কুরকে দিয়েও দিতে পারে তারা। এদিকে আদ্রিয়েন র্যাবিওট কিংবা অ্যারন র্যামসেকেও পেতে উদ্যোগী হতে পারে বার্সা।