লিভারপুল ছেড়ে বার্সিলোনায় যোগ দিতে চলেছেন এই তারকা মিডফিল্ডার, দলে বাড়বে বৈচিত্র্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমের শুরুতে এফসি বার্সিলোনার নয়া কোচ হিসেবে ডাচ কোচ রোনাল্ড কোয়েম্যানের আগমনের পরেই কার্যত ঠিক হয়েছিল, দলে বেশ কিছু নতুন তারকা খেলোয়াড়দের আনতে হবে। আর এই তালিকায় প্রথম নাম ছিল লিভারপুলের তারকা মিডফিল্ডার জর্জিনিও উইনালডাম। পুরোনো ছাত্রকে বার্সিলোনায় পেতে মরিয়া ছিলেন কোয়েম্যান।
যোগদান নিয়ে বেশ জলঘোলা চলছিল দুই পক্ষের মধ্যে। উইনালডামকে লিভারপুলে রাখতে উদ্যোগী ছিলেন কোচ জুরগেন ক্লপ। কিন্তু আগামী মরশুম ক্লাব ছাড়তে চাইছেন এই ডাচ মিডফিল্ডার। বলা বাহুল্য, মরশুম শেষেই লিভারপুলের সাথে চুক্তি শেষ হবে উইনালডামের।
আর এর জেরে একাধিক ব্রিটিশ ও স্প্যানিশ মিডিয়ায় খবর, প্রাক্তন কোচ রোনাল্ড কোয়েম্যানের ডাকে সাড়া দিয়ে বার্সিলোনায় আসতে চলেছেন ৩০ বছরের এই ফুটবলার। ইতিমধ্যেই প্রি কন্ট্র্যাক্টে রাজিও হয়েছেন উইনালডাম। আর এই সইয়ের জেরে বার্সিলোনা ম্যানেজমেন্ট রোনাল্ড কোয়েম্যানের উপর আস্থা রাখছেন, তা বলাই যায়।
এর আগে নেদারল্যান্ডস দলের কোচ হিসেবে কোয়েম্যানের অধীনে খেলেছেন উইনালডাম। আর চুক্তি শেষ হয়ে যায় কোনও ট্রান্সফার ফিও লাগবে না, যা আর্থিক দেনায় ভোগা এফসি বার্সিলোনার জন্য ভালো খবর।