১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলকে চমকে দিচ্ছেন এই ব্রাজিলিয়ান! পড়েছে রিয়াল-বার্সার নজর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স মাত্র ১৫। ব্রাজিল জাতীয় দলে খেলা তো দূরের কথা, পা রাখা হয়নি পেশাদার ফুটবলেই। তবুও সেই খেলোয়াড়ের দাম উঠে গেছে প্রায় ৪৫০ কোটি টাকা! তাঁকে কিনতে চাওয়া ক্লাবটাও বিশ্ববিখ্যাত এফসি বার্সিলোনা।
ব্রাজিলের বিখ্যাত পালমেইরাস ক্লাবের যুব দলের হয়ে খেলছেন ফরোয়ার্ড এন্দরিক সৌসা। ক্লাবটির হয়ে ১৬৯ ম্যাচে গোল করেছে ১৬৫টি। কিছু কিছু গোল তো দুর্দান্ত। কাল পেনাল্টি বক্সের ঠিক সামনে থেকে বাইসাইকেল কিকে এমন চোখ ধাঁধানো গোল করেছে, যেটি ফিফার বছরের সবচেয়ে সেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ডে’ই মনোনয়নের দাবিদার হতে পারেন।
যুব দলের হয়ে যে আলো ছড়াতে শুরু করেছে এই কিশোর, তাতে তাকে তুলনা করা হচ্ছে ব্রাজিলের কিংবদন্তি দুই স্ট্রাইকার রোমারিও ও রোনাল্ডো নাজারিওর সঙ্গে। এখনই এই খেলোয়াড়কে পাওয়ার লাইনে দাঁড়িয়ে গেছে বার্সিলোনা!
এন্দরিকের জন্য কাতালান ক্লাবটি খরচ করতে চায় ৪ কোটি ৫০ লাখ পাউন্ড। শুধু বার্সিলোনাই নয়, ১৫ বছর বয়সী ব্রাজিলিয়ানের ওপর চোখ রাখছে বার্সিলোনার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। দৌড়ে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো বড় দলগুলো।