চুক্তি শেষ হওয়ার ২ বছর আগেই তারকা এই ডিফেন্ডারকে বিদায় জানাল বার্সেলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বার্সেলোনার তারকা ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির সাথে আলোচনার পর চুক্তিভঙ্গ করল স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনা। খবর অনুযায়ী ২০২৫-২৬ পর্যন্ত চুক্তি ছিল উমতিতির সাথে বার্সেলোনার। গত মরশুমে তিনি লোনে লিস দলের হয়ে খেলেছিলেন। তবে দুই বছরের চুক্তি বাকি থাকতেই তাকে বিদায় জানিয়ে দিল বার্সেলোনা ক্লাব।
২০১৬ সালে বার্সেলোনায় যোগদান করেছিলেন উমতিতি। এরপর বেশ কিছু বছর ভালো খেললেও চোটের কারণে শেষ কিছু বছর সেভাবে খেলতে পারেননি তিনি।
আরও পড়ুন- ফের দেশের নাম উজ্জ্বল করলেন নীরাজ চোপড়া, জিতলেন ডায়মন্ড লিগ
২৯ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমে লিস দলের হয়ে ২৫ টি ম্যাচ খেলেছেন। তবে বার্সেলোনা ক্লাব ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে আর দলে রাখতে ইচ্ছুক নয় বলে জানা যায়। ফলে যৌথ আলোচনার মাধ্যমে চুক্তিভঙ্গের সিদ্ধান্তে আসে তারা।