বার্সিলোনার এই টার্গেটকে ছিনিয়ে নিল চেলসি! হার স্বীকার সভাপতি জোয়ান লাপোর্তার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি দলবদলের বাজারে বেশ ভালো পারফর্ম করেছে এফসি বার্সিলোনা। আন্দ্রেইস ক্রিশ্চেনসেন, ফ্র্যাঙ্ক কেসি, রাফিনহা ও রবার্ট লেওয়ানডস্কিকে সই করিয়েছে বার্সিলোনা। কিন্তু এবার এই টার্গেটকে হাতছাড়া করল বার্সা, আর সেটি কার্যত স্বীকার করে নিলেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা।
সেভিয়ার তারকা ডিফেন্ডার জুলস কোওন্ডেকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ছিল বার্সিলোনা। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই তারকা ফুটবলারকে নিতে অনেকটাই এগিয়েছে চেলসি। যা খবর, ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে ৫৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি চেলসি, এবং সেভিয়াও এই দাম স্বীকার করেছে।
আর এই হার কার্যত স্বীকার করেছেন বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তা। এক বার্সিলোনা সমর্থক যখন লাপোর্তাকে জিজ্ঞেস করেন কোওন্ডেকে নেওয়া হচ্ছে কি না, তার উত্তরে লাপোর্তা বলেন, "না, উনি চেলসিতে সই করছেন।"
দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, বার্সিলোনা কোওন্ডেকে অপেক্ষা করতে বলেছিল যাতে তারা সেভিয়ার প্রস্তাবিত দাম দিতে পারে। তবে একাধিক তারকা ফুটবলারকে এবারের ট্রান্সফার উইন্ডোতে নেওয়ার জেরে, বার্সিলোনার কাছে অর্থের অভাব থাকবে, তা বলাই যায়।
কোওন্ডে চলে গেলে চেলসির সিজার অ্যাজপিলিকুয়েতাকে সই করিয়ে আনতে পারে এফসি বার্সিলোনা। এছাড়া চেলসির মার্কোস আলোন্সোকেও চাইছে কাতালান জায়ান্টরা।