লেওয়ানডস্কির জন্য নতুন অফার দিল বার্সিলোনা, রোনাল্ডোকে পরিবর্ত হিসেবে আনতে পারে বায়ার্ন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সত্যিই কি এফসি বার্সিলোনায় আসছেন পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি? সুপারস্টার এই ফুটবলারকে আনতে এবার নতুন প্রস্তাব দিল বার্সা।
একাধিক রিপোর্ট অনুযায়ী, লেওয়ানডস্কির জন্য বোনাস সহ ৩৫ মিলিয়ন ইউরোর নতুন অফার দিয়েছে বার্সিলোনা। তবে এই অফার একেবারেই পছন্দ হয়নি বায়ার্ন মিউনিখের। ২০২৩ সাল অবধি চুক্তিবদ্ধ লেওয়ানডস্কির জন্য আরও বেশি দাম আশা করছে বায়ার্ন।
গত বছর ফিফার সেরা পুরুষ ফুটবলারের পুরষ্কার পাওয়া লেওয়ানডস্কির সাম্প্রতিক সময়ে বায়ার্ন মিউনিখের সাথে সম্পর্ক বেশ অবনতি হয়েছে, এবং জার্মানি ছাড়ার জন্য উদগ্রীব তিনি।
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, লেওয়ানডস্কির পরিবর্ত হিসেবে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চাইছে বায়ার্ন। গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে না পারায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রোনাল্ডো, এবং এই পরিস্থিতিতে বায়ার্ন এই তারকাকে পেতে আগ্রহী।
সম্প্রতি সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানেকে সই করিয়েছে বায়ার্ন। এবার রোনাল্ডোকে সই করানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।