বার্সিলোনায় এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? উঠে এল বড় সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেটি একপ্রকার নিশ্চিত। একাধিক রিপোর্ট অনুযায়ী, ইউনাইটেডকে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়তে চান।
এই পরিস্থিতিতে রোনাল্ডো এজেন্ট জর্জে মেন্ডেস একাধিক ক্লাবের সাথে কথা বলছেন পর্তুগিজ মহাতারকাকে নেওয়া নিয়ে। এবং সেই ক্লাবগুলির মধ্যে একটি হল বার্সিলোনা।
এএস পত্রিকার রিপোর্ট অনুযায়ী, জর্জে মেন্ডেস দেখা করেছিলেন বার্সিলোনার সভাপতি জোয়ান লাপোর্তার সাথে। এবং সেখানে মেন্ডেস নিজের একাধিক খেলোয়াড়ের অফার করার সাথে সাথে রোনাল্ডোর নামটিও তুলে ধরেন।
মূলত রুবেন নেভেস, রাফা লিয়াও ও বার্নার্ডো সিলভাকে নেওয়ার বিষয়ে কথা বলেছিলেন মেন্ডেস, কিন্তু রোনাল্ডোর নাম নিয়েও আলোচনা হয় দুই জনের মধ্যে। বলা বাহুল্য, গত মরশুমের আগে রোনাল্ডোকে জুভেন্টাস থেকে নিয়ে আসার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন লাপোর্তা।
তবে বার্সিলোনার রোনাল্ডোকে নেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে তাদের অর্থনৈতিক পরিস্থিতি। যদিও স্পনসরদের মাধ্যমে বেশ বড়সড় অর্থলগ্নি হয়েছে ক্লাবে, কিন্তু রোনাল্ডোর বিপুল বেতন ও ট্রান্সফার ফি দেওয়ার মত প্রাচুর্য্য বার্সিলোনার কাছে সেভাবে নেই।