মেসির জন্য সব সময় দরজা খোলা! আশা দেখালেন বার্সিলোনা কোচ জাভি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সত্যিই কি প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে বার্সিলোনায় ফিরতে চলেছেন লিওনেল মেসি? এই নিয়ে আবারও বাড়ল জল্পনা। আর এই জল্পনা তৈরি হল বার্সিলোনার হেড কোচ জাভির কিছু বক্তব্যের মাধ্যমে।
আর্জেন্টাইন পত্রিকা ক্ল্যারিনে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন জাভি, যা থেকে তৈরি হয়েছে বেশ কিছু সম্ভাবনা।
এই নিয়ে জাভি বলেছেন, "লিওর জন্য এটাই ওনার ঘর এবং এখানকার দরজা সব সময় খোলা থাকবে, তাই আমি এর বাইরে অন্য কিছু বলতে পারব না। উনি আমার বন্ধু, আমরা নিয়মিত যোগাযোগ রাখি, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলি, আর কিছুই নয়। এই বিষয়ে, অনেকটাই নির্ভর করবে ওনার উপর, উনি ভবিষ্যতে কি করবেন, ক্লাবে আদৌ উনি ঢুকবেন কিনা। তবে এটি পরিষ্কার যে এটি মেসির ঘর।"
তবে ক্ল্যারিনের রিপোর্ট অনুযায়ী, মেসির যা বেতন, তা দেওয়াটা প্রায় অসম্ভব বার্সিলোনার জন্য। এদিকে লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস মেসিকে আনার ক্ষেত্রে বাড়তি কোনও উদ্যোগ নেবেন না, এমনটাই ধারণা করা হচ্ছে।
এদিকে পিএসজি মরিয়া আর্জেন্টাইন মহাতারকাকে নিজের দলে রাখার। একাধিক বৈঠকের মাধ্যমে মেসির চুক্তিবৃদ্ধি নিয়ে আলোচনা করছে দুই পক্ষ।