আমাদের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ করলেন রেফারি! ক্ষোভ প্রকাশ বার্সা কোচ জাভির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট-জার্মেইনের কাছে ১-৪ গোলে পর্যদুস্ত হয় এফসি বার্সেলোনা। যার ফলে দুই লেগ মিলিয়ে ৪-৬ গোলে হেরে ছিটকে যেতে হয় ব্লগরানাদের। তবে দ্বিতীয় লেগে সমস্ত হেডলাইন কেড়ে নেন রেফারি ইস্টভান কোভাচ। বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে লাল কার্ড দেখান তিনি, যার ফলে এগিয়ে থেকেও ম্যাচ হারতে হয় বার্সাকে।
আর এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ জাভি। ম্যাচের পর জাভি বলেছেন, "আমরা ক্ষুব্ধ। ঐ লাল কার্ডটাই এই ফলাফলের কারণ। আমরা ১১ বনাম ১১ এর সময়ে সঠিকভাবে খেলছিলাম। লাল কার্ডটি সব কিছু পাল্টে দেয়। আমার কাছে, আরাউজোকে বের করে দেওয়াটা বাড়াবাড়ি ছিল।"
"রেফারি খুব খারাপ খেলিয়েছেন। আমি ওনাকে বলেছি, উনি অত্যন্ত জঘন্য। উনি এই ম্যাচটিকে শেষ করে দিয়েছেন। আমি রেফারিদের নিয়ে কথা বলা পছন্দ করি না কিন্তু এটি নিয়ে বলা জরুরি। আমি বুঝতে পারি না। ১০ জনে খেলাটা একেবারেই ভালো নয় এবং সেখান থেকে খেলাটা অন্যরকম হয়ে যায়। ম্যাচ নিয়ে আমরা যত কথা বলব, এই লাল কার্ডটিই আসল কারণ।"
ম্যাচে মোট ১২টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি ইস্টভান কোভাচ। এছাড়া হেড কোচ জাভি ও গোলকিপার কোচ জোসে রামোনকেও লাল কার্ড দেখান তিনি।
এটি নিয়ে জাভি বলেছেন, "এটা আমার ভুল, আমার দোষেই এমনটা হয়েছে। তবে এটা লজ্জার যে পুরো মরশুমের কাজ একটা রেফারিং সিদ্ধান্তের জন্য শেষ হয়ে গেল। আমি লুইস এনরিকে ও পিএসজির বিরুদ্ধে পুরো ৯০ মিনিট ১১ বনাম ১১ খেলতে চেয়েছিলাম। আপনারা জানেন যে ফুটবলে সাসপেনশন হয়েই থাকে, কিন্তু আমি মনে করি যে আরাউজোর লাল কার্ডটি অন্যায্য।"