স্ট্রাইকার সমস্যা এড়াতে রোমেলু লুকাকুকে টার্গেট করল এফসি বার্সিলোনা, লড়াইয়ে ম্যান সিটিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে তৈরি করেছেন বেলজিয়ান তারকা রোমালু লুকাকু। এই মুহুর্তে সিরি আতে ইন্টার মিলানকে লিগ শীর্ষে রাখতে মোক্ষম ভূমিকা নিয়েছেন লুকাকু। এবার এই দুরন্ত স্ট্রাইকারকে নিতে চাইছে এফসি বার্সিলোনা। ম্যানচেস্টার সিটির সের্জিও আগুয়েরোর উপর নজর রাখলেও এই বেলজিয়ান সুপারস্টারের উপরেও টার্গেট করল কাতালান জায়ান্টরা।
গত ২৬ লিগ ম্যাচে ১৯ গোল করা লুকাকুকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন বার্সা কোচ রোনাল্ড কোয়েম্যান, এমনই রিপোর্ট করেছে ইতালীয় মিডিয়া ক্যালসিও মেরকাতো। আগামী মরশুমে বার্সিলোনাকে পুরোপুরি বদলে দিতে চাইছেন কোয়েম্যান, আর সেই বদলে এবার লুকাকুকে চাইছে তারা।
তবে শুধু বার্সিলোনা নয়, ম্যানচেস্টার সিটিও আগ্রহী প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে পেতে। সের্জিও আগুয়েরো বার্সিলোনায় যেতে পারেন, এই জল্পনায় ব্যাকআপ হিসেবে লুকাকুকে আনতে চাইছে সিটি। তবে ইন্টার মিলান সহজে নিজেদের এই তারকাকে ছাড়তে চাইবেন না। ইন্টার কোচ আন্তোনিও কন্তে চাইবেন না লিগের শীর্ষে থাকার ক্ষেত্রে অন্যতম ভরসা লুকাকুকে ছাড়তে।