বাংলাদেশের থেকে অনেক বেশি শক্তিশালী ভারত! কঠিন স্বীকারোক্তি কোচ জেমি ডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এশিয়া চ্যাম্পিয়ন কাতারের কাছে এক গোলে হেরে এবার সামনে প্রতিবেশী বাংলাদেশ। গতবারের আলাপে সল্টলেক স্টেডিয়ামে অপ্রত্যাশিত ড্র করেছিল ভারত, ফলে আগামী ৭ জুন বাংলাদেশের বিরুদ্ধে জিততে মরিয়া ভারত।
তবে লিগের একেবারে নীচে থাকা বাংলাদেশ চাইবে ভারতের বিরুদ্ধে জিততে। কাতার আসার আগে বাংলাদেশ কার্যত হুঙ্কার ছেড়েছিল ভারতের উপর। কিন্তু কাতারের বিরুদ্ধে ভারতের পারফর্মেন্সের পর, সেই হুঙ্কার থেকে কিছুটা পিছিয়ে এসেছেন কোচ জেমি ডে।
একটি সাক্ষাৎকারে জেমি ডে বলেছেন, "আমরা জানি এটি আরও একটি কঠিন ম্যাচ হবে। আমরা ছেলেদের বলেছি যে নিজেদের সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে, যেটা ভারতের বিরুদ্ধে করা দরকার বলে আমরা জানি।"
এদিকে র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে সমীহ করে জেমি ডে বলেছেন, "ভারতের অনেক বেশি মান রয়েছে এবং গত রাতে তারা তা দেখিয়েছিল যেখানে কেবল ১-০ ব্যবধানে হেরেছে। এতেই সহজভাবে বোঝানো যায়। এক-দুইটি ম্যাচ থাকে যেখানে অন্য দল চমক দেখাতে পারে কিন্তু তা নিয়মিত হারে হয় না। আমাদের থেকে ওদের বেশি ভালো টেকনিক্যাল খেলোয়াড় রয়েছে।"
গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল বাংলাদেশ। ফলে কেবল দুই পয়েন্ট নিয়ে আগামী সোমবার দোহায় মুখোমুখি হবে ভারতের, যারা কেবল তিনটিই ড্র করতে পেরেছে।