"আমরা ভালোই লড়াই দিয়েছি ভারতকে", হারকে আড়াল করে ইতিবাচক বাংলাদেশ কোচ জেমি ডে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ম্যাচের আগে কথার যুদ্ধে বাংলাদেশ টেক্কা দিলেও ফুটবল মাঠে ফুল ফুটিয়েছে ইগর স্টিম্যাচের টিম ইন্ডিয়া। অধিনায়ক সুনীল ছেত্রীর দুটি দর্শনীয় গোলে বাংলাদেশকে হারাল ভারত। কিন্তু এই হার সত্ত্বেও নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে।
ম্যাচের পর ইংরেজ এই কোচ বলেছেন, "আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে। ওরা ওদের সর্বস্ব দিয়েছে, প্রতিদিন নিজেদের সেরাটা দিয়ে এসেছে। আমরা বল রাখতেই পারিনি এবং সেটি ম্যাচে দেখিয়েছে যেখানে আমরা বল খুব বেশি হারিয়ে ফেলছিলাম। আর আপনি যদি ভালো দল ও ভালো খেলোয়াড়দের বিরুদ্ধে করেন, কোনও না কোনও সময়ে ওরা এই সুযোগ নেবেই।"
এদিকে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রীর প্রশংসা করে জেমি ডে বলেছেন, "দীর্ঘ সময় ধরে, আমরা ভালো খেলেছি, আমরা কয়েকটি সুযোগ পেয়েছিলাম। কিন্তু আপনি যদি ছেত্রীকে সুযোগ দেন, উনি গোল করবেন যেমনটাই আজ দেখিয়েছেন। উনি শেষ ২০ মিনিটে দুটি সুযোগ পেয়েছেন, এবং তা প্রয়োগ করেছেন। তাই, আমরা আগামী ম্যাচের দিকে এগিয়ে যাব এবং এখান থেকে ইতিবাচক বিষয়গুলি নিয়ে যাব।"
শেষে বাংলাদেশ কোচ স্বীকার করেছেন, ৯০ মিনিট ধরে এমন উচ্চমানের দলের বিরুদ্ধে রক্ষণাত্মক খেলা যায় না। এই নিয়ে জেমি ডে বলেছেন, "আমার মনে হয় ৮০ মিনিট অবধি, আমরা ভালোই লড়াই দিয়েছি ভারতকে। আমাদের জায়গা ভালো ছিল এবং আমাদের ভাঙা কঠিন ছিল। আপনি মানের তফাৎ বুঝতেই পারবেন দুই দলের মধ্যে যখন তারা বল নিয়ে ছিল। আমার মনে হয় একটি আক্ষেপ ছিল যে আমরা খুব বেশি বল ছেড়েছি এবং ভারতকে বল দিয়েছি। আপনি ৯০ মিনিট ধরে আন্তর্জাতিক দলের বিরুদ্ধে রক্ষণাত্মক খেলতে পারবেন না, কিন্তু আমি আবারও ওদের প্রয়াসকে ছোট করব না। ওরা অনেক লড়াই করেছে। আমাদের বল নিয়ে আরও ভালো খেলতে হবে কিন্তু এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বল্পমেয়াদি নয়।"