ম্যান সিটির এই সুপারস্টারের সাথে এই তারকার সোয়াপ ডিল করতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার বার্নার্ডো সিলভাকে পেতে আগ্রহ দেখিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। আর সেই কারণে তারা নিজেদের তারকা খেলোয়াড় সাউল নিগুয়েজকে সোয়াপ ডিলের মাধ্যমে অফার দিয়েছে অ্যাটলেটি।
ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের রিপোর্ট অনুযায়ী, স্প্যানিশ মিডফিল্ডার সাউলের জন্য প্রায় ৭০ মিলিয়ন ইউরো মূল্য ধার্য করেছে অ্যাটলেটিকো, এদিকে ২০১৭ সালে ৭৫ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতিতে বার্নার্ডো সিলভাকে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। ফলে দুই খেলোয়াড়ের অর্থ কার্যত একই হওয়ায় সোয়াপ ডিলে এই পর্তুগিজ উইঙ্গারকে চাইছে অ্যাটলেটিকো।
এই দুই খেলোয়াড়ই চলতি মরশুমে সেভাবে সুযোগ পাননি নিজেদের দলে। চার বছর ধরে ম্যান সিটিতে থাকা বার্নার্ডো সিলভার পারফর্মেন্স তেমন ভালো ছিল না। প্রিমিয়ার লিগে ২৬টি ম্যাচ খেলেছেন সিলভা, এদিকে চ্যাম্পিয়নস লিগে ১৩টি ম্যাচেই খেলেছেন তিনি। মোট পাঁচ গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার।
অন্যদিকে এক দশকের বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম বড় খেলোয়াড় সাউল। লা লিগায় ৩৩টি ম্যাচ সহ মরশুমে মোট ৪১টি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ মিডিও। কিন্তু হতাশাজনক পারফর্ম করেছেন এই মরশুমে। মাত্র দুটি গোল ও একটি অ্যাসিস্ট। আর এর জেরে ২০২৬ অবধি চুক্তি থাকলেও সাউলকে ছাড়তে চাইছে অ্যাটলেটি।