পাবলো দিবালাকে পেতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ, বদলে এই তারকাকে চাইছে জুভেন্টাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টাইন সুপারস্টার ফরোয়ার্ড পাবলো দিবালাকে আগামী মরশুমের আগেই সরিয়ে ফেলতে চাইছে জুভেন্টাস। প্রতি বছর সাত মিলিয়ন ইউরোর বিপুল বেতনের বোঝা নিতে পারছে না ইতালীয় এই ক্লাব। আর এই কারণে এবার দিবালার প্রতি ক্লাবের অফারগুলি শুনতে আগ্রহী হয়েছে।
এবার পাবলো দিবালাকে পেতে আগ্রহ দেখিয়েছে জুভেন্টাস। ইতালীয় পত্রিকা কাদেনা এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এই বিষয়ে জুভেন্টাসের সাথে কথাবার্তা বলেছে লা লিগা চ্যাম্পিয়নরা। মূলত বেতনের চাপ কমাতেই দিবালাকে অন্য ক্লাবে পাঠানোর উদ্যোগ নিয়েছে জুভেন্টাস।
তবে শুধু অর্থের বিনিময়ে দিবালাকে অ্যাটলেটিকোতে ছাড়তে চাইছে না জুভে। এক আর্জেন্টাইনের বদলে অ্যাটলেটিকোর আর এক তারকা আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়াকে সোয়াপ ডিলে নেওয়ার অফার করেছে অ্যাটলেটিকো। যদিও দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত কোরেয়াকে ছাড়তে নারাজ কোচ দিয়েগো সিমিওনে।
এদিকে জুভেন্টাসের আরও এক স্ট্রাইকার আলভারো মোরাতাকে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছে অ্যাটলেটিকো। তবে যা সম্ভাবনা, তাতে মোরাতা ও দিবালার একজনকেই নিতে পারে অ্যাটলেটিকো।